Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোডম্যাপ ঠিক করেই ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা সরকারের’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৮:৪০

ফাইল ছবি: ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, রোডম্যাপ ঠিক করেই সরকার ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু বিএনপি আবারও এ নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।

সোমবার (২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া মাসে এক কোটি ভ্যাকসিন দেওয়ার ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা’ মন্তব্যে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সরকার রোডম্যাপ ঠিক করেই এ ঘোষণা দিয়েছে। বিএনপি নেতারা ভ্যাকসিন নিয়ে বরাবরই বিভ্রান্তি ছড়িয়েছেন। সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, গবেষণায় তা অত্যন্ত সফল হিসেবে উঠে এসেছে। সেই ভ্যাকসিন নিয়েও তারা বিভ্রান্তি ছড়িয়েছিল যে, এটা দিলে বরং মানুষের স্বাস্থ্যহানি হবে। পরবর্তী সময় তারা নিজেরাই আবার সেই ভ্যাকসিন নিয়েছেন। সুতরাং তারা আগে থেকে বিভ্রান্তি ছড়ানোর ধারাবাহিকতায়ই এই কথাগুলো বলছেন। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে বা একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে বিভ্রান্তি ছড়ানো কখনও সমীচীন নয়।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর মন্তব্য ‘সরকারের ভুল নীতির কারণে দেশে মৃত্যুহার বেড়েছে’- এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব ও উপমহাদেশের পরিস্থিতি তার অজানা থাকার কথা নয়। আপনারা জানেন যে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট পৃথিবীর একশ’র বেশি দেশে ছড়িয়েছে। যেসব দেশে ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেখানেও এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। অনেক দেশে, অনেক অঞ্চলে যেখানে সবকিছু মুক্ত করে দেওয়া হয়েছিল সেখানে আবার নতুনভাবে স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলো জাফরুল্লাহ সাহেব জেনেও মাঝেমধ্যে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলেন। তার এই বক্তব্য বিভ্রান্তি ছাড়া অন্য কোনো কিছু নয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘ইতোমধ্যেই গণটিকাদান শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, এ বছরের মধ্যে ১০ কোটি ডোজ ভ্যাকসিন আসবে এবং সম্ভব হলে প্রতিমাসে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’ এগুলো জাফরুল্লাহ সাহেবরা জেনেও না জানার ভান করেন আর জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা বক্তব্য দেন বলে অভিযোগ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।’

সারাবাংলা/জেআর/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর