করোনায় বাবার মুত্যুর পরদিনই ছেলের মুত্যু
৪ আগস্ট ২০২১ ২২:০১
মেহেরপুর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা শহিদুল ইসলামের (৫৩) মৃত্যুর পরদিনই ছেলে হাবিবুর রহমান বাদশার (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) সকালে একই ওয়ার্ডে মারা যান হাবিবুরের বাবা শহিদুল ইসলাম। তাদের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজিপাড়ায়।
জানা যায়, বাবার মৃত্যুর আগে থেকেই আইসিইউতে ছিলেন হাবিবুর। এক দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাবিবুরের পারিবারিক সুত্রে জানা গেছে, হাবিবুর রহমান বাদশা পিএসকেএস’র দামুড়হুদা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ঈদের দু’দিন পর বাবাকে সঙ্গে নিয়ে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান। করোনাভাইরাস পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ছেলেকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার দু’দিন পরে শহিদুল ইসলাম অসুস্থ হড়ে পড়লে তাকে ও মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। করোনা পরীক্ষায় পজিটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
সারাবাংলা/এসএসএ