Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১২:৫১

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের (কোভিড-১৯) ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় ও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান। এতে করে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৮৮ জনে দাঁড়িয়েছে।

জেলায় নতুন করে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যওয়া ১২ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি ৯ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ছয়জন, নেত্রকোনার চারজন এবং শেরপুর ও জামালপুরের একজন করে ছিলেন।

এছাড়াও হাসপাতাল আইসিইউ’তে ২২ জনসহ করোনা ইউনিটে ৪৯৭ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জন শনাক্ত হয়েছে বলেও জানিয়েছেন ডা. মহিউদ্দিন খান মুন।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস ময়মনসিংহ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর