Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও ১৫ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯০ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৬:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩৩ জন।

রোববার (৮ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন শনিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩৩ জন। এর মধ্যে নগরীর ৫১৯ জন এবং ৪১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ৩০.৫২ শতাংশ।

বিজ্ঞাপন

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে রাঙ্গুনিয়ায়। এদিন রাঙ্গুনিয়ায় ৮০ জন, হাটহাজারীতে ৭১ জন, রাউজানে ৬৯ জন, বোয়ালখালীতে ৫৭ জন, সাতকানিয়ায় ৩৭ জন, সীতাকুণ্ড ও চন্দনাইশে ১৮ জন করে, আনোয়ারা ও ফটিকছড়িতে ১৫ জন করে, লোহাগাড়ায় ১১ জন, বাঁশখালীতে ১০ জন, মিরসরাইয়ে ৭ জন, পটিয়া ও সন্দ্বীপে ৩ জন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এর মধ্য দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত ১৬ মাসে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জন নগরীর এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯০ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৬ হাজার ৮৯৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৩ হাজার ৬২৭ জন।

বিজ্ঞাপন

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ৫৯ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬২১ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৪৩৮ জন।

সারাবাংলা/আরডি/এমও

করোনাভাইরাস করোনায় আক্রান্ত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর