পিএসজি সম্ভাবনা, গন্তব্য চূড়ান্ত নয়: মেসি
৮ আগস্ট ২০২১ ১৭:০০
লিগ ওয়ানের ক্লাব পিএসজির সঙ্গে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন লিওনেল মেসি। জানিয়েছেন, প্যারিসের ক্লাবটি ছাড়াও আরও বহু ক্লাব একই রকম ভাবে যোগাযোগ করেছে তার সঙ্গে। তবে পরবর্তী গন্তব্য হিসেবে পিএসজি একটি বড় সম্ভাবনাও বটে।
রোববার (৮ আগস্ট) স্প্যানিশ সময় দুপুর ১২টায় বিদায়ী সংবাদ সম্মেলন করেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) হুট করেই যেন আকাশ ভেঙে পড়ে বার্সেলোনা এবং ক্লাবটির সমর্থকগোষ্ঠীর মাথায়। লিওনেল মেসিকে আর ধরে রাখতে পারছে না বলে অফিসিয়াল এক বিবৃতি দেয় ক্লাবটি।
ওই দিন থেকেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চর্চা— মেসির পরবর্তী গন্তব্য কোথায়? তবে খুব বেশি ক্লাব এ তালিকায় ছিল না। কেননা, ৬টি ব্যালন ডি’ওর জয়ী তারকাকে দলে ভেড়াতে এই মহামারিকালে অর্থবল রয়েছে এমন ক্লাবের সংখ্যা হাতেগোনা। শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিগ ওয়ানের ক্লাব পিএসজি লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় থাকে। এছাড়া নিম্নমাত্রায় চেলসির নামও আলোচিত হয়। শেষ পর্যন্ত খবর রটে, পিএসজির মালিক শেখ নাসির আল খালেফি বড় অঙ্কের বেতন ও তিন বছরের চুক্তি প্রস্তাব করেছেন মেসিকে।
তবে রোববার মেসি জানালেন, কিছুই চূড়ান্ত হয়নি। এমন প্রস্তাব তিনি আরও পেয়েছেন। যদিও পরবর্তী গন্তব্য পিএসজি হতেও পারে। একইভাবে হতে পারে অন্য ক্লাবও।
তবে এ কথা জানা যে, পিএসজি বা এরকম বড় অঙ্কের খরচ করতে প্রস্তুত কোনো ক্লাবেই যাবেন মেসি। এছাড়া পিএসজিতে রয়েছেন এক ঝাঁক তারকা। এর মধ্যে নেইমার, ডি মারিয়ার মতো বন্ধু আর এমবাপ্পের মতো তরুণ সুপারস্টার তো আছেনই। তাই পিএসজি যে সম্ভাবনার দৌড়ে সবচেয়ে এগিয়ে, সেকথা এখন নিশ্চিতভাবেই বলা যায়।
এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার খবর রটার পর থেকেই নেইমার, ডি মারিয়াসহ পিএসজিতে খেলা বন্ধুদের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়। ইবিজা দ্বীপে ছুটি কাটানোর সময় তোলা এ ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন মেসির জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া। ছবিটি ভাইরাল হয়ে পড়ায় পিএসজির ব্যাপারে ডালপালা আরও মেলে।
এ প্রসঙ্গে মেসি বলেন, ‘ওই ছবিটা একটা কাকতালীয় ব্যাপার। আমি সেখানে বন্ধুদের সঙ্গে ছিলাম। নেইমারের বাসায় বার্বিকিউ পার্টিতে গিয়েছিলাম। আমরা একটি ছবি তোলার সিদ্ধান্ত নেই। তারা আমাকে বলে, প্যারিসে চলে আসো। কিন্তু তখন এটা আসলে স্রেফ মজা ছিল। আমরা ছুটি কাটাচ্ছিলাম’।
বার্সেলোনা ছাড়তে মোটেও প্রস্তুত ছিলেন না জানিয়ে মেসি বলেন, ‘আমি খুবই দুঃখিত, কারণ আমি ক্লাব ছাড়তে চাইনি। আমি বার্সেলোনাকে ভালোবাসি এবং থাকতে চেয়েছিলাম। আমার চুক্তি তৈরি ছিল। বার্সেলোনায় থাকতে যা কিছু আমার দ্বারা করা সম্ভব ছিল, সবই করেছি’।
মেসি বলেন, ‘আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই। আমি জয়ের জন্য লড়তে চাই। এটাই আমার মানসিকতা, আমি জিততে চাই’।
সারাবাংলা/আইই