শীর্ষে থেকেই বছর শেষ মেসিদের
২৯ নভেম্বর ২০২৪ ১০:৩১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২২
এই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। বছরের শেষ প্রান্তে এসে নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। ২০২৪ সালে কোপা আমেরিকাজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা বছরটা শেষ করেছে শীর্ষে থেকেই।
২০২৪ সালটা সব মিলিয়ে ভালোই কেটেছে মেসিদের। টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছেন তারা। বছরের শেষভাগে এসে অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে কিছুটা কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তারা। বিশেষ করে এই মাসে প্যারাগুয়ের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারের তিক্ত স্বাদ পেয়েছেন মেসিরা। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠে পেরুর বিপক্ষে জয় দিয়েই বছর শেষ করেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের শীর্ষস্থানে দৃঢ় অবস্থানেই আছে স্কালোনির দল।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের কাছে হেরে অবশ্য রেটিং পয়েন্ট কিছুটা কমেছে তাদের। নেশনস লিগের শেষ দুই ম্যাচে একটি ড্র ও জয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, তাদেরও রেটিং পয়েন্ট কমেছে। তৃতীয় স্থানে আছে স্পেন, চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। সবশেষ দুই ম্যাচের জয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় যাচ্ছে ব্রাজিলের। ভেনিজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুই ড্রয়ে হতাশা কাটিয়ে উঠতে পারেনি সেলেসাররা। তারা আছেন র্যাংকিংয়ের ৫ নম্বরে। ছয় নম্বরে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সাতে আছে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম। নবম স্থানে আছে ইতালি, দশম স্থানে আছে জার্মানি।
মালদ্বীপের বিপক্ষে দেশের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতেছেন তারা। র্যাংকিংয়ে অবশ্য অবস্থার পরিবর্তন হয়নি বাংলাদেশের, তারা আছেন ১৮৫তম স্থানে।
সারাবাংলা/এফএম