গ্রিসে দাবানল: উদ্ধারকারী বিমান বিধ্বস্ত
৯ আগস্ট ২০২১ ০৯:৫৩
গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৮ আগস্ট) জাকিনথস দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট জীবিত রয়েছেন।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গ্রিসের ১৫৪ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মীসহ দুই জন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।
আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন শত শত মানুষ। ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই হয়য়ে গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
অন্যদিকে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাড়ে ১৪শ সদস্য কাজ করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এছাড়াও, দাবানল মোকাবিলায় ২০০ কর্মী পাঠিয়েছে ইউক্রেন। রোমানিয়া পাঠিয়েছে ২৩ দমকল গাড়ি এবং সাতটি দমকল বিমান।গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
সারাবাংলা/একেএম