ভিকারুননিসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রিটের আদেশ কাল
৯ আগস্ট ২০২১ ১৮:১৫
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার (৯ আগস্ট) রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে, রোববার (৮ আগস্ট) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মোরশেদ আলমের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল।
রিটে নৈতিক স্খলনের দায়ে অধ্যক্ষকে পদ থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়। এছাড়া ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অধ্যক্ষ ও অভিভাবক ফোরাম নেতার সাড়ে ৩ মিনিটের ওই কথোপকথনে প্রকাশ অযোগ্য ভাষাও প্রয়োগ করতে শোনা গেছে ভিকারুননিসা অধ্যক্ষকে। এছাড়া আরেক ফোনালাপে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানটির ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়মের কথাবার্তা উঠে আসে।
সারাবাংলা/কেআইএফ/টিআর
অধ্যক্ষ কামরুন নাহার ভিকারুননিসা অধ্যক্ষ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রিট