Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাই একসঙ্গে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২২:৩৯

ঢাকা: সবাই একসঙ্গে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে এডিস মশা নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগর পরিচালনার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। এখন আপনাদের নিরাপদে রাখতে আমি আমার দায়িত্ব পালন করে যাব। শিগগিরই নগরকে ডেঙ্গু মুক্ত করব।’ তিনি বলেন, ‘এই নগর আমার একার না, সবার। সবাই একসঙ্গে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না।’

আতিকুল ইসলাম বলেন, ‘এডিস মশা নিধনে আমরা নিয়মিত নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। অনেক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত ভবন মালিককে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করছেন। অথচ ৫০ টাকার কেরোসিন তেল ছিটিয়ে দিলেই লার্ভা জন্মাতে পারে না। তাই নিজ পরিবারকে রক্ষায় প্রত্যেকের নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের কোনো হাসপাতালে শয্যা খালি নেই। অথচ অনেকেই মাস্ক পরেন না। অনেকেই বলেন, মাস্ক না পরলে তাদের কিছু হবে না। অথচ তাদের দ্বারা পরিবারের অন্যান্য সদস্য করোনা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা পাচ্ছেন না। তাই প্রত্যেকে মাস্ক পরতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

ডিএনসিসি মেয়র আতিক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর