Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৭ দিনের জন্য ‘মৈত্রী মানবিক হাট’ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১১:০০

যশোর: যশোরের ইনস্টিটিউট মাঠে ৭ দিনের জন্যে শুরু হয়েছে ‘মৈত্রী মানবিক হাট’। এখানে প্রতিদিন ৩০০ জনের জন্য অর্ধেক দামে চাল, ডাল, তেল, লবণ বিক্রি করা হচ্ছে। গতকাল শুরু হওয়া হাট চলবে আগামী রোববার পর্যন্ত।

এই দিনগুলিতে ২১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাটে যশোরের নিম্ন ও মধ্য আয়ের মানুষ ৫০ শতাংশের চেয়েও কম দামে খাদ্যসামগ্রীর একটি প্যাকেজ কিনতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিটি ৩৩৫ টাকার প্যাকেট ক্রেতারা মাত্র ১৫০ টাকায় কিনতে পারবেন। খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে ২ কেজি চাল, ১ কেজি আটা, ১/২ কেজি মসুর ডাল, সয়াবিন ১/২ লিটার, লবণ ১/২ কেজি, আলু ১ কেজি। যার বাজার মূল্য প্রায় ৩৩৫ টাকা।

মৈত্রী ভলান্টিয়ার্সের ব্যানারে গত জুন থেকে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবার মাধ্যমে জেলার সাবেক ছাত্র মৈত্রীর পক্ষ থেকে এ সেবা কর্মসূচি শুরু হয়। এখন বিভিন্ন সেবাদানের পাশাপাশি অর্ধেক দামে খাদ্য বিক্রিও করছে সংগঠনটি।

সারাবাংলা/এমও

মানবিক হাট যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর