৯ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন
১০ আগস্ট ২০২১ ১৬:১৮
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ আগস্ট) বিএসইসি নির্বাহী পরিচালক (মুখপাত্র) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ডিএসইর ডিজিএম মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এবং সিডিবিএলের কর্মকর্তা মো. মঈনুল।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, পেপার প্রসেসিং, ঢাকা ডাইং, ফু-ওয়াং সিরামিক, বিকন ফার্মাসিউটিক্যালস, এমারেল্ড অয়েল, আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
সারাবাংলা/জিএস/পিটিএম