ভ্যাকসিনের নয়, অব্যবস্থাপনার সমালোচনা করেছে বিএনপি: টুকু
১০ আগস্ট ২০২১ ১৭:৫৩
ঢাকা: বিএনপি করোনা ভ্যাকসিনের নয়, সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও ওষুধসামগ্রী বিতরণ উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ভ্যাকসিন নিতে একজনের পাশে একজন স্বাস্থ্যবিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনার বিস্তার হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি, সমালোচনা করছি। আপনারা বেশি বেশি করে বুথ খুলতেন, তাতে লোকের চাপ কমতো। সেটা তো করেননি।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না যে, দেশে যদি ৭০ শতাংশ লোককে দুই ডোজ করে ভ্যাকসিন দিতে হয়, তাহলে যে ২৫ কোটি ডোজ লাগবে। সেটার কী অবস্থা? পাইপলাইনে কী অবস্থা, কবে কোনটা আসছে, কত স্টক আছে, সে ব্যাপারে দেশের মানুষ কিছু জানে না। সব আন্দাজ করে তারা বলছে। আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। ভ্যাকসিনের বিরুদ্ধে না।’
দেশের সব মানুষের জন্য ভ্যাকসিন কবে আসবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়ে টুকু বলেন, ‘আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন। ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন। যারা ক্ষমতায় বসিয়েছে তাদের ওপর ভর করে আপনারা জনগণকে মাইনাস করবেন- এটা হতে পারে না। এদেশের জনগণ একদিন জবাব দেবে। অতীতে বাংলাদেশের জনগণ জবাব দিয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি বিরোধীদলে, জনগণের পাশে থাকবে, তাদের সহযোগিতা করার চেষ্টা করবে- এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা সেই কাজটাই করে যাচ্ছি।’
সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, ফরিদপুরের মোদাচ্ছির আলী ইসা, মাহবুবুল হাসান পিন্টু, খন্দকার নাসিরুল হক নাসির প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম