Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা আত্মসাতের অভিযোগে ডিবি পরিদর্শকসহ ৬ পুলিশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১০:৪৯

ফেনী: চট্টগ্রামের এক সোনা ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ ৩ উপ পরিদর্শক (এসআই) ও ২ সহকারী উপ পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করেছে ফেনী জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২০টি সোনার বার আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। এর মধ্যে ১৫ টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ।

গ্রেফতার অন্যরা হচ্ছেন, উপ-পরিদর্শক মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যায়। পরে গোপাল দাস ফেনী পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ সুপার তাদেরকে শনাক্ত করে চার জনকে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীতে তাদের জবানবন্দিতে আরও দুই জনকে আটক করে। তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। বাকি পাঁচটির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

পুলিশ সুপার আরও জানান, সোনার বারগুলো বৈধ নাকি অবৈধ সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সারাবাংলা/ইউজে/এসএসএ

গোয়েন্দা পুলিশ গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর