Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১২:৩৮

সিরাজগঞ্জ: জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিপঙ্কর দ্বীপ জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে। তিনি সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

ওসি শাহজাহান আলী জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দীপকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

কলেজছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর