নারায়ণগঞ্জ: শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে রাজীব এবং হৃদয় নামের দুই ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন।
তাদের মধ্যে গুরুতর আহত রাজীবকে ঢাকার শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড সার্জারি বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওই হাসপাতালের ব্যবস্থাপক আবজাল হোসেন সারাবাংলাকে জানান, রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের মিটার সেট করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ দুই জন চিকিৎসাধীন রয়েছেন।