চবি ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
১১ আগস্ট ২০২১ ১৯:১৫
চট্টগ্রাম ব্যুরো: ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
বুধবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) ও ভর্তি পরীক্ষা কমিটি সচিব এস এম আকবর হোছাইনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির (কোর কমিটি) ১৯তম (জরুরি) ও ২০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা সময়সূচি
বি ইউনিট: ২৭ ও ২৮ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার)
সি ইউনিট: ২৯ অক্টোবর (শুক্রবার)
ডি ইউনিট: ৩০ ও ৩১ অক্টোবর (শনিবার ও রোববার)
এ ইউনিট: ১ ও ২ নভেম্বর (সোমবার ও মঙ্গলবার)
বি১ উপইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার সকাল ৯:৪৫টা)
ডি১ উপইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার দুপুর ২:১৫টা)
বি১ ও ডি১ উপইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
চারুকলা: ১৫ নভেম্বর (সোমবার)
নাট্যকলা :১৬ নভেম্বর (মঙ্গলবার)
সংগীত: ১৮ নভেম্বর (বৃহস্পতিবার)
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ: ২০ ও ২১ নভেম্বর (শনিবার ও রোববার)
প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি
বি ইউনিট: ১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
সি ইউনিট: ১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
ডি ইউনিট: ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
এ ইউনিট: ১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
বি১ উপইউনিট: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
ডি১ উপইউনিট: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বি ইউনিটে ২২ ও ২৩ জুন, ডি ইউনিটে ২৪ ও ২৫ জুন, এ ইউনিটে ২৮ ও ২৯ জুন, সি ইউনিটে ৩০ জুন, বি-১ও ডি-১ উপইউনিটে ১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই সময়ও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সারাবাংলা/সিসি/টিআর