Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভী সৈয়দকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২১:৫২ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ২১:৫৮

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দেওয়া বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহমদকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি তুলেছে বৃহত্তর চট্টগ্রামের মুক্তিযুদ্ধের প্রজন্ম।

পাশাপাশি, তার কীর্তিগাঁথা তুলে ধরারও আলাপও উঠেছে।

বুধবার (১১ আগস্ট) নগরীর লালদিঘীর পাড়ে সংগঠনটির কার্যালয়ে মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন আলোচকরা।

নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার এবং আবদুল মালেক খান, পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, এয়াকুব মুন্না, মোরশেদ আহমেদ, ইমরান হোসেন মুন্না, এস এম রাফি, মোহাম্মদ জিয়াউদ্দিন, মিশু সেন, সেলিম উদ্দিন, নাসির খান, প্রদীপ দাশ।

সভায় বক্তারা বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে ক’জন সাহসী বীর সন্তান জীবন দিয়েছেন, তাদের মধ্যে একাত্তরের গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদ অন্যতম। বঙ্গবন্ধুপ্রেমী এই অসীম সাহসী বীরই হলেন বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী এবং প্রথম শহীদ।’

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর ও ‘পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা’ হিসেবে শহীদ মৌলভী সৈয়দকে রাষ্ট্রীয় স্বাধীনতা পদক দেওয়ার জন্য সভায় আহ্বান জানান বক্তারা।

পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামকে ত্বরান্বিত করতে ১৯৭১ সালের মার্চে গঠিত ‘জয় বাংলা’ বাহিনীর নেতৃত্বে ছিলেন মৌলভী সৈয়দ এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর গেরিলা বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন মৌলভী সৈয়দ। তার নেতৃত্বে চট্টগ্রাম শহরে কয়েকটি বড় অপারেশন হয়। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর আবারও অস্ত্র হাতে তুলে নেন তিনি। হত্যার প্রতিশোধ নিতে প্রশিক্ষণের জন্য ভারতে চলে যান সহযোদ্ধাদের নিয়ে।

বিজ্ঞাপন

১৯৭৭ সালের ৬ আগস্ট মৌলভী সৈয়দসহ তার সহযোদ্ধাদের কয়েকজনকে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ফেরত পাঠায় ভারত সরকার। বাংলাদেশে প্রবেশের সাথে সাথে সেদিন মৌলভী সৈয়দসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। নির্মম নির্যাতনের পর ১১ আগস্ট মৌলভী সৈয়দকে নির্মমভাবে হত্যা করা হয়।

সারাবাংলা/আরডি/একেএম

মৌলভী সৈয়দ