Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণটিকা কর্মসূচি ব্যর্থ: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ০০:১৩

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সব কিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শতশত মানুষ এক ডোজ ভ্যাকসিনের জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন। বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনার ভ্যাকসিন পাওয়ার আশায়। কারণ, গেল কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও ভ্যাকসিন পায়নি। বিশ্বে এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন।

বুধবার (১১ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সদস্য প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ কাদের এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না। ভ্যাকসিনের জন্য সারা রাত শতশত নারী-পুরুষ লাইনে বসে রাত কাটানোর ঘটনা মূল্যায়ন করলেই প্রমাণ হবে গণটিকা কার্যক্রম কতটা ব্যর্থ। গণটিকা কর্মসূচি সফল করতে অন্তত ২৭ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে, দেশের মানুষকে বাঁচাতে দ্রুত বিভিন্ন সোর্স থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।’

জি এম কাদের বলেন, ‘ভ্যাকসিন নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হলো সরকার যা করতে বলছেন দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।’

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘শুরু থেকেই আমরা বলেছি, গণটিকা সফল করতে না পারলে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করতে খুব বেশি টাকা প্রয়োজন হয় না। আমরা গেলো দেড় বছর ধরে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে সরকারকে বলছি, কিন্তু সরকার কিছুই করছে না।’

জাতীয় ওলামা পার্টি আয়োজিত সদ্য প্রয়াত নেতাদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘করোনার চিকিৎসা নিয়ে সরকার অনেক বড়বড় কথা বলেছেন, অনেক আস্ফালন করেছেন। বলেছেন, আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী। অথচ, চিকিৎসা পেতে ছুটতে গিয়ে দেশের মানুষ পথে-ঘাটে-গাড়িতে ও অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। কিন্তু দেশের মানুষ করোনার চিকিৎসা পায়নি। গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা কিন্তু চিকিৎসা নেই। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল।’

অনুষ্ঠানে কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘ইতিহাস থেকে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে। কিন্তু দেশের মানুষের ভালোবাসায় জাতীয় পার্টি এখনও বেঁচে আছে।’

তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের জাতীয় পার্টিকে আগামী দিনে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান। জাতীয় পার্টি গণমানুষের সাথে ছিলো, আগামী দিনেও সাধারণ মানুষের রাজনৈতিক শক্তি হিসেবেই মাঠে থাকবে জাতীয় পার্টি।

কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘জাতীয় পার্টি আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহবান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। শোক প্রস্তাব পাঠ করেন, জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান এবং স্মরণ সভা সঞ্চালনা করেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

সারাবাংলা/এএইচএইচ/একে

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জি এম কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর