নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু
১২ আগস্ট ২০২১ ১২:২৪
নেত্রকোনা: জেলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা করোনা পজেটিভ হয়ে স্থানীয় এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হচ্ছেন, জেলার বারহাট্টা উপজেলার ৬০ বছর বয়সী একজন নারী, আটপাড়া উপজেলার ৭৫ বছর বয়সী একজন পুরুষ, মদন উপজেলার ৬৭ বছর বয়সী একজন নারী ও কেন্দুয়া উপজেলার ৬৫ বছর বয়সী একজন পুরুষ
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১০৭ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৯১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬০ জন এবং নারী ৩১জন রয়েছে।
জেলায় ৯১ জন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, মোহনগঞ্জে ২ জন, দুর্গাপুরে ৩ জন, কেন্দুয়ায় ২ জন, বারহাট্টায় ৩ জন, পূর্বধলায় ৯ জন, আটপাড়ায় ৯ জন ও কলমাকান্দায় ৩ জন।
সারাবাংলা/এসএসএ