Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ক‌রোনায় ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৩:৫৮

নারায়ণগঞ্জ: মরণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের, একজন সদরের ও একজন বন্দরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৮৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৪২ জনের। এতে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২ হাজার ৪৪২ জন। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ জনের।

বৃহস্প‌তিবার (১২ আগস্ট) দুপু‌রে নারায়ণগঞ্জ জেলা সি‌ভিল সার্জন মোহাম্মদ ইম‌তিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৯ জন, সদরে মারা গেছেন ৫১ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৪৬ জন, বন্দরে মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১৫ জন, সোনারগাঁওয়ে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৮ জন।

সারাবাংলা/এসএসএ

করোনা নারায়ণগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর