Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ব্রিগেডিয়ার আব্দুর রহিম মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৪:০৫

ঢাকা: ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৪ মিনিটে তিনি মারা যান।

করোনা পজিটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়।

এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

সারাবাংলা/ইউজে/একে

১০ ট্রাক অস্ত্র মামলা আবদুর রহিম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর