বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ২ দিন
২৬ অক্টোবর ২০২৪ ০২:৫৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৩
যশোর: ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিদর্শন করবেন। এ উপলক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি-রফতানি দুই দিন (২৬-২৭ অক্টোবর) বন্ধ থাকবে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ শাহনি। এর আগে, অমিত শাহর পরিদর্শন উপলক্ষ্যে দুই দেশের স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ২২–২৪ অক্টোবর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে তার সেই পরিদর্শন কর্মসূচি স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি যথারীতি চালু ছিল।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করবেন। নিরাপত্তার কারণে ২৬–২৭ অক্টোবর (শনি-রোববার) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক থাকবে। এ ছাড়া দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।’
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহসান বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।’
পেট্রাপোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসবের উদ্বোধন উপলক্ষ্যে ২৭ অক্টোবর সেখানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তার নিরাপত্তা নিশ্চিতে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রফতানি চলবে।’
সারাবাংলা/পিটিএম