Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রুট অনুসরণ না করায় পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৯:২৯

ঢাকা: নির্ধারিত রুট অনুসরণ না করায় পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব সভা নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মায় হঠাৎ করে এমন কারেন্ট (স্রোত) সৃষ্টি হয়, যা কারও পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। অনেক সময় মাস্টার রুট ফলো করেন না। তিন/চারটি ঘটনা ঘটেছে রুট ফলো না করার কারণে। ফেরিগুলো উজানে না গিয়ে ক্রস এসেছিল। এ জন্য তিনটি ঘটনা ঘটেছে।’

বিআইডব্লিউটিএ’র সারেংরা বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ সারেং উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুটি জিনিস থাকে- কনফিডেন্স এবং নেগলেজেন্সি। এই ক্ষেত্রে নেগলিজেন্স থেকে এসব দুর্ঘটনা ঘটছে। পিলারের মাঝে ১৫০ মিটার ফাঁকা রয়েছে, ফেরি ১৫ মিটার, ফেরির ১০ গুণ। ২৫ ফিট করে পাইল ক্যাপ বাদ দিয়ে ২০ মিটার বাদ দেওয়া হলেও ১৩০ মিটার থাকে। ফেরি হলো ১৫ মিটার। ছয়/সাতটা ফেরি গেলেও ধাক্কা খাওয়ার কোনো কারণ নেই। এজন্য আমরা সবাই বসে রুট ঠিক করে দিয়েছে।’

তিনি আরও বলেন, এরপরেও তিনটিতে আমরা দেখলাম নেগলেজেন্সি ছিল। যার কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার কোনো সুযোগ নেই, ক্যাপে ধাক্কা লাগবে। ৬১ মিটার মাটি এক সময় সরে যেতে পারে সেটা মাথায় রেখেই ব্রিজ তৈরি করা হয়েছে। এসব ধাক্কাতে কিছুই হবে না। তীব্র স্রোতের কারণে মাঝে মধ্যে দুই/তিন দিন ফেরি পারাপার বন্ধ থাকে। অন্য কোনো কারণে না। উজানে খুব বেশি বৃষ্টি হলে ফেরি বন্ধ থাকে, কিছুই করার থাকে না। ছোট গাড়ি নিয়ে ফেরি যাচ্ছে।’

বিজ্ঞাপন

১৮টি ফেরির মধ্যে সাতটি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

সারাবাংলা/জেআর/পিটিএ

টপ নিউজ ধাক্কা পদ্মাসেতু রুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর