Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ১৩:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের আমীর  জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফীর মৃত্যুর ১১ মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব বাবুনগরীও।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার নিজ কক্ষে শোয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন বাবুনগরী। নগরীর প্রবর্তক মোড়ে সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যা ন্ড রিচার্স (সিএসসিআর) হাসপাতালে আনার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী সারাবাংলাকে বলেন, ‘হুজুর ইন্তেকাল করেছেন। উনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজ কক্ষে বিছানায় শোয়া অবস্থায় অজ্ঞান হয়ে যান। ডাক্তার এসে অক্সিজেন দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। পরে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ওনাকে হাসপাতালে নেওয়া হয়। তখনও জ্ঞান ফেরেনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। ওনার ডায়াবেটিস বাড়তি ছিল। প্রেশার এবং হার্টের সমস্যা ছিল।’

আরও পড়ুন: মাদরাসায় ‘হঠাৎ অজ্ঞান’ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি

সিএসসিআর হাসপাতালের চীফ অপারেটিং অফিসার (সিওও) ডা. সালাহউদ্দিন মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘ওনাকে (জুনায়েদ বাবুনগরী) সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এর আগেই অবশ্য তিনি মারা গিয়েছিলেন। মৃত অবস্থায়ই ওনাকে হাসপাতালে আনা হয়। এরপরও পরীক্ষা শেষে আমরা সাড়ে ১২টায় ওনাকে মৃত ঘোষণা করেছি। আমার তার কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যা পেয়েছি।’

বিজ্ঞাপন

৬৭ বছর বয়সী জুনায়েদ বাবুনগরী গত ৮ আগস্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে গিয়ে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

১৯৫৩ সালের ৮ অক্টোবর জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমীরের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার, যেটি দেশ-বিদেশে ‘হাটাহাজারী মাদরাসা’ হিসেবে পরিচিত, প্রতিষ্ঠানটির শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্তের জন্য হাটহাজারী মাদরাসার শূরা কমিটি বৈঠকে বসেছে। শূরা কমিটির সদস্য সালাহউদ্দিন নানুপুরী সারাবাংলাকে বলেন, ‘জানাজা কোথায়, কয় দফা হবে এবং দাফন কোথায় হবে সে বিষয়ে মাদরাসার শিক্ষকদের মতামতের ভিত্তিতে শূরা কমিটি সিদ্ধান্ত নেবে।’

সারাবাংলা/আরডি/এনএস

জুনায়েদ বাবুনগরীর মারা গেছেন হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর