Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ২৭৮

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২১ ২২:৪১

ঢাকা: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে চার জনের।

পাশাপাশি, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২০৬ জন।

এদের মধ্যে, শুধুমাত্র রাজধানীতেই ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১১৯ জন।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সরকারের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনোটিই পর্যালোচনা হয়নি। ফলে এখনোপর্যন্ত এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কেবল রাজধানীরই ২৫৭ জন। আগস্টের প্রথম ২১ দিনেই দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯২ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাত হাজার ৭৫০ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় হাজার ৫০৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ৮৭ জন ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে।

সারাবাংলা/এসবি/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর