Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধ প্রমাণিত হওয়ায় ইদিলপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১৬:৫৮

শরীয়তপুর: অপরাধমূলক কার্যক্রম প্রমাণিত হওয়ায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৮ আগস্ট (বুধবার) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রজ্ঞাপন পত্র থেকে জানা যায়, পরিষদের প্রকল্প নেওয়ার পূর্বে কোনো সভা না করা, এলজিএসপি প্রকল্প গ্রহণকালে উপকারভোগীদের নিয়ে সভা করার বিধান থাকলেও সভা না করা, প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে না করে আত্মীয়র ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করা এবং ২০২১-২২ ভিজিডি চক্রে ইউনিয়ন কমিটি যাচাইবাছাই পূর্বক অনুমোদিত ২৪০ কার্ডের অনুমোদিত তালিকার বাইরে ১২৫টি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। যে কারণে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে তার স্থায়ী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ইউপি চেয়ারম্যান ইদিলপুর সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর