ময়মনসিংহ: মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চার জন করোনা এবং সাত জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ব্যাপারে কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ ও গাজীপুরের এক জন ছিলেন।
এর বাইরে, মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১৮ জনসহ করোনা ইউনিটে ১৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, একই সময়ের মধ্যে নতুন করে ৭৭৪ নমুনা পরীক্ষায় ১৩৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৫৫ জন মারা গেছেন।