Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জবি করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১২:৪৬

ঢাকা: রাজধানীর উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

রোববার (২২ আগস্ট) রাতে রাজধানীর উত্তরার ছয় নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

মেসবাহের সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।

এ ব্যাপারে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, তারা জানতে পেরেছেন করোনার আগে তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করেন মেসবাহ। সেখানে তিন ভাই একসঙ্গে থাকরেন।

পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, তারা বিষয়টি জেনেছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন।

সারাবাংলা/একেএম

ঝুলন্ত মরদেহ উদ্ধার টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর