হেলথ অ্যান্ড হোপ-এ অনকোলজি ডে-কেয়ার সেন্টার উদ্বোধন
২৩ আগস্ট ২০২১ ২১:৩০
ঢাকা: রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবায় অনকোলজি ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম এই ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।
সোমবার (২৩ আগস্ট) এই ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ডা. লেলিন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মানসম্মত সেবা ভবিষ্যতে ভবিষ্যতে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাবে বলে জানান বক্তারা।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগের অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. কামরুজ্জামান রুম্মন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান রুম্মন, ডা. তুষার দাস, ডা. সারওয়ার ইবনে সালাম ও ডা. শহীদুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/এসবি/পিটিএম