ময়মনসিংহ: মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে চার জন করোনায় এবং এক জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩, শেরপুর ও গাজীপুরের ১ জন করে ছিলেন।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১৩ জনসহ করোনা ইউনিটে ১৯২ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, নতুন করে ৭৮৬ নমুনা পরীক্ষায় ১৪৯ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনায় ২৫৮ জন মারা গেছেন।