Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ২

চবি করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২১:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপের কর্মীদের মধ্যে ক্যাম্পাসে মারামারি হয়েছে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আহতরা হলেন— দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শরীফ খান ও একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের মো. আজিম।

এদের মধ্যে আজিম শাটল ট্রেনের বগিভিত্তিক চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী এবং শরীফ বিজয় গ্রুপের কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরীফ খানের সঙ্গে সিএফসি গ্রুপের কর্মী আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসির আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারের সামনে পেয়ে মারধর করেন।

এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষে আরেকদফা উত্তেজনা দেখা দেয়। কয়েকজন কর্মী মারামারিতেও জড়িয়ে পড়েন। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজয় গ্রুপের ছাত্রলীগ নেতা মো ইলিয়াস সারাবাংলাকে বলেন, ‘আমাদের এক কর্মীকে বাসায় ফেরার পথে গতিরোধ করে সিএফসির কর্মীরা অহেতুক মারধর করছে। প্রশাসনকে এই ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’

সিএফসি গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সারাবাংলাকে বলেন, ‘জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ছে। আমরা সমাধান করে ফেলছি।’

চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়— উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/টিআর

চবি ছাত্রলীগ টপ নিউজ দুই গ্রুপে মারামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর