Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৩:৪৭

নেত্রকোনা: জেলায় নতুন করে আরও ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ২৭ জন নারী। ময়মনসিংহ ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় জিন এক্সপার্ট কোভিড টেস্ট করা হয়েছে ৬ জনের, শনাক্ত হয়েছেন ২ জন। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ২১ জনের, শনাক্ত হয়েছেন ১৫ জন।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে নেত্রকোনা জেলা সদর উপজেলায় রয়েছেন ৪৩ জন, পূর্বধলায় ২ জন, দুর্গাপুরে ১ জন, মদনে ২ জন, কলমাকান্দায় ১ জন, কেন্দুয়ায় ৪ জন ও বারহাট্টায় ২ জন।

এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট ৩০ হাজার ৪২১টি নমুনার মধ্যে ৩০ হাজার ৬৪ নমুনার রিপোর্ট পাওয়া গেছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৪৬৬৯ জন, সুস্থ হয়েছেন ২৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১২১ জনের।

নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া বলেন, করোনা চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করছি। এতে করে জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।

সারাবাংলা/এসএসএ

করোনা নেত্রকোনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর