Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ৩০ লাখ টাকার নকল ওষুধ জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৭:৩৯

বেনাপোল: বন্দরের সিজিসি ৯ নম্বর গেট এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় নকল ওষুধসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমস। বুধবার (২৫ আগস্ট) দুপুরে এই ওষুধের চালানটি জব্দ করা হয়।

কাস্টমসের উপ কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে এই চালানটি জব্দ করা হয়।

কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি কভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নম্বর গেট এলাকায় রয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে কভার্ডভ্যানসহ ওষুধগুলো জব্দ করা হয়। এসময় গাড়ির ডাইভার ও হেলপার পালিয়ে যায়। নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসএ

বেনাপোল

বিজ্ঞাপন

জামিন পেলেন চিন্ময় দাস
৩০ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর