Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ২০ লাখ টাকা দিল ম্যারিকো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৮:৩০

ঢাকা: শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা জমা দিয়েছে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

ম্যারিকো বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক ক্রিস্টাবেল র‌্যান্ডলফ’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে গত এক বছরের লভ্যাংশের দুই কোটি ২০ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকার চেক তুলে দেন।

বিজ্ঞাপন

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ, হেড অব অ্যাকাউন্টিং আতিয়ার রহমান এবং লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আকিব আল রাব্বিসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি বা বহুজাতিক মিলে ২০৯টি কোম্পানি বা প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। বুধবার পর্যন্ত এই তহবিলে প্রায় ৫৬৯ কোটি টাকা জমা হয়েছে। এই তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ম্যারিকো বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর