আগামী ১০ দিনে দেশে আসছে ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন
২৫ আগস্ট ২০২১ ১৯:৩৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন কার্যক্রমে আগামী ১০ দিনের মাঝে যুক্ত হতে যাচ্ছে আরও এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন।
বুধবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
অধ্যাপক ডা. খুরশিদ বলেন, ‘দেশে আগামী ১০ দিনের মধ্যে আসছে আরও এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন। এর মাঝে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন আসবে ৬০ লাখ দোজ। এছাড়াও সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেওয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও ভ্যাকসিন আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না। সারাদেশে গণটিকা চলাকালে যে ব্যক্তি যেই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন,
সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, সিএমএসডি পরিচালক আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।
সারাবাংলা/এসবি/পিটিএম