Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২১ ২০:৫৬

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি বলেন, গুলশান ১-এর ১২৮ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির লেভেল ৫-এ এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান জানান, অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/টিআর

গুলশানের বাসায় অভিযান টপ নিউজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর