Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

`কাবুলে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

সারাবাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২১ ১০:১৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সবধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়লে আমরা সবসময়ই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই তাদের ফিরিয়ে আনব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা থেকে আটকা পড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।

বিভিন্ন অসমর্থিত সূত্র অনুযায়ী- আফগানিস্তানে প্রায় ২০ বাংলাদেশি নাগরিক আটকা পড়েছেন।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর