Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১০:৫৬

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

মৃত সাতজনের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত ছিলেন, একজনের উপসর্গ ছিল। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৭২১ জনের মৃত্যু হলো।

২৫৬ জনের নমুনা পরীক্ষা করে আরও নতুন ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ৩৮.৬৭ শতাংশ হয়েছে। এই সময়ে ৯৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, দিন দিন রোগীও অনেকটা কমে এসেছে হাসপাতালে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে নির্ধারিত ২০০ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছেন ৯৪ জন। এরমধ্যে করোনা শনাক্ত রোগী ৬৬ জন। ২৮ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৫৫১ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন।

সারাবাংলা/এএম

কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর