কুষ্টিয়া: একাধিক মামলার আসামি কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে (৪৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ মরিচা ইউনিয়নের ছামসের আলীর ছেলে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোরাদুল ইসলাম সারাবাংলাকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেয়ারম্যান জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগেরও চারটি মামলা রয়েছে।