Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে শ্রদ্ধায় স্মরণ

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১০:৫৫

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। ১৯৭৬ সালের আজকের এই দিনে এক হাতে বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতূর্য নিয়ে জন্মানো বাংলা সাহিত্যের এই অনন্য পুরুষ পৃথিবীর মায়া ছেড়েছিলেন।

কবির ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ আগস্ট) ক্ষমতাসীন আওয়ামি লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় দলটি।

সকাল ৯টার দিকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব আজ করোনা মহামারিতে বিপর্যস্ত। জাতীয় কবি মানবতার বাণি শুনিয়েছেন আমাদের। তার বাণী বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আমাদের উদ্বুদ্ধ করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা চিরদিন বাঙ্গালীর অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করতে হবে।

এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

কবি পরিবারের পক্ষে কবির নাতনি খিলখিল কাজী, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালযের বিভিন্ন হল, কবি নজরুল ইনিস্টিউটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কবিকে স্মরণ করেছেন।

সারাবাংলা/আরআইআর/এসএসএ

কবি কাজী নজরুল ইসলাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর