Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে কারেন্ট জাল ধ্বংস, ১৮ জেলেকে জরিমানা

লোকাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৫:২৮

ভৈরব: ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১৮ জেলেকে জরিমানা করেছে ভ্রামামান আদালত। এ সময় ২০ কেজি মাছ জব্দ জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার ভোরে ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২০টি রিং জাল জব্দ করার পর জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর