Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালে আ.লীগের আয় ১০ কোটি ৩৩ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৩:৫৫

ঢাকা: নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৯ আগস্ট) নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের কাছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

২০২০ বর্ষের নিরাক্ষা হিসাব জমা দেয় দলটি। হিসেবে দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ এর তুলনায় ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। অর্থাৎ ২০১৯ সালের তুলনায় ৫১ শতাংশ আয় কমেছে তাদের। আর মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লক্ষ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ১৯ এর তুলনায় ব্যয় বেড়েছে ২১ শতাংশ

সারাবাংলা/জিএস/এএম

বাংলাদেশ আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর