শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী: তথ্য প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২১ ২০:৪১
ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে। ১৭ কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।
রোববার ( ২৯ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কান্দারপাড়া বাজার-জামতলা বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিসাৎ করার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্মজন্মান্তর।
তিনি বলেন, খুনির দল কয়জনকে মারবে? ডাক্তার মুরাদদের মেরে শেষ করতে পারবে না। আমরা মরার পরোয়া করি না। আমার বাবাও করে নাই, আমিও করি না, আমার সন্তানরাও করবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী একা নন, এই বাংলার কোটি মানুষ বঙ্গবন্ধুকন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। এই বাংলার ১৭ কোটি মানুষই আমাদের আপন। শুধুমাত্র খুনি জিয়া, মোস্তাক, ৭১’র রাজাকার দালালরা ছাড়া।
জাতির পিতা ও মহান চার জাতীয় নেতাদের হত্যাকারী একই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই খুনির দল তাদের হত্যা করেছে। এই খুনির দল ছাড়া সবাই আমাদের এই বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকবে, শুধু খুনির বংশধরদের আমরা থাকতে দেবো না।
সারাবাংলা/জেআর/এসএসএ