Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ০০:১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকায় কয়েকটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশে বিলাসনগর এলাকায় গড়ে ওঠা কয়েকটি গার্মেন্টসের ওয়েস্টেজ (ঝুট) গোডাউনে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তে মধ্যে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট না কি জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

সারাবাংলা/পিটিএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর