Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার কবরে লাশ থাকলে প্রমাণ করুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৪:১৯

ঢাকা: জিয়াউর রহমানের কবরে লাশ থাকার প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অসৌজন্যমূলক কিছু বলেননি। তিনি সত্য কথা বলেছেন। যে কফিনে জিয়ার মৃতদেহ আনা হয়েছিল, সেই কফিনের মধ্যে ডেডবডি ছিল না। আপনারা বলেন যে ছিল। এটা বললেই তো হয় না। প্রমাণ করুন সেখানে জিয়ার লাশ ছিল। কেউ আপনারা দেখেছেন? কাউকে দেখানো হয়েছিল? সেনাবাহিনীর কেউ দেখেছে? এটা তো শিষ্টাচারের কোন বিষয় না।’

সোমবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, অনেক মিথ্যাচার করেছেন। জয় বাংলা স্লোগান দিতে দেননি। রাজাকার বলতে দেননি।

তিনি বলেন, জিয়াউর রহমান ও বিএনপি বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। প্রেসিডেন্ট জিয়া, প্রেসিডেন্ট মোশতাক… এদের একজনও বৈধ নয়। সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে অথচ তারা সেই শপথ ভঙ্গ করেছে। কর্নেল ফারুক বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি। এই ফারুক জিয়ার পরামর্শ নিতো। ৭৫ এর হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চেহারা উন্মুক্ত হওয়া উচিত। জিয়ার চেহারা জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার। ইতিহাসে তা লিখিত থাকা দরকার।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজীত রায় নন্দী, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাসহ আরও অনেকে।

সারাবাংলা/ইএইচটি/একেএম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর