ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
৩০ আগস্ট ২০২১ ১৮:৩৪
ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় সাপের কামড়ে মানিকা খাতুন (২৩) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মোল্লা।
সোমবার (৩০ আগস্ট) খোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবতী হরিপুর উপজেলার সদর ইউনিয়নের খোলড়া গ্রাামের জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাতে খাওয়া শেষে স্বামী-স্ত্রীসহ ছেলে-মেয়েদের নিয়ে বিছানায় ঘুমাতে যান মনিকা। হঠাৎ ভোর রাতে তার সে অসুস্থ বোধ করে। পরে বাতি জ্বালিয়ে বিছানায় একটি গোখরা সাপ দেখতে পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বলেন, ‘বিষাক্ত সাপের কাপড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।’
সারাবাংলা/এমও
গৃহবধূর মৃত্যু গোখরা সাপ ঠাকুরগাঁও সাপের কামড় সাপের কামড়ে মৃত্যু