নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে শ্মশান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র ধর জানান, দীর্ঘদিন যাবৎ মোতালেবের সঙ্গে প্রতিবেশী ইসমাইল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মোতালেব হোসেন বিরোধপূর্ণ জমিটি ইসমাইলের বোনকে রেজিস্ট্রি করে বিক্রি করে দেয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।