Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির শীর্ষ আট নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান


২ এপ্রিল ২০১৮ ২১:৩৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৬

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও ১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তাকে অনুসন্ধান কাজে সহযোগিতা করবেন, দুদকের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন। অনুসন্ধানটি তদারকি করবেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সোমবার রাতে সারাবাংলাকে দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনটির ৮ শীর্ষ নেতাসহ ৯ জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান, ঢাকা মহানগন দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপি নেতা তাবিথ আউয়াল, ব্যবসায়ী ফয়সাল মোর্শেদ খান।

দুদক সূত্র জানায়,  ৯ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক থেকে ১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে। দুদক অনুসন্ধানকালে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের বিষয়টি সামনে রেখে প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করেছে।

সারাবাংলা/জিএস/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর