‘জানুয়ারির মধ্যে আরও ১৬ কোটি ভ্যাকসিন আসছে’
২ সেপ্টেম্বর ২০২১ ১৮:০০
ঢাকা: আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে আরও ১৬ কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই পরিমান ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কেনা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন মন্ত্রী।
বর্তমানে ভ্যাকসিনের মজুত ও প্রয়োগের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের তিন কোটি ৮৩ লাখ লোকের নিবন্ধন হয়ে গেছে। ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৮৬ লাখ মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ লাখ। ভ্যাকসিন হাতে আছে ১ কোটি ২২ লাখ। এরইমধ্যে চীনে অর্ডার দিয়েছি সাড়ে সাত কোটি ভ্যাকসিন। প্রথমে দেড় কোটি পাবো।’
আগামী ৩ মাসের প্রত্যেক মাসে ২ কোটি করে ভ্যাকসিন দেশে আসবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পাশাপাশি ডব্লিউএইচও থেকে সাড়ে দশ কোটি ভ্যাকসিনের একটি প্রস্তাবনা আমাদের কাছে এসেছিলো। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে সে ভ্যাকসিন কেনার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ১০ থেকে ১৫ দিনে সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন আমাদের কেনার জন্য সিদ্ধান্ত হয়েছে। এ ভ্যাসকিন আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে চলে আসবে। পাশাপাশি ডব্লিউএইচও এর যে ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন যেটা আমরা বিনামূল্যে পাই; সেটা কোভেক্সের ফ্যাসালিটির মাধ্যমে চলমান থাকবে। যেমন গতকাল ভ্যাকসিন পেয়েছি ফাইজারের দশ লাখ। এটা চলমান থাকবে। আমাদের পরিকল্পনা হলো এখন থেকে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে দেড় থেকে দুই কোটি লোককে ভ্যাকসিন দেওয়া। আমরা আশা করি যেভাবে আমরা অর্ডার করেছি, এটা পেলে আমাদের জন্য দেওয়া অসুবিধা হবে না।’
সারাবাংলা/জেআর/এমও