Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: নিউজিল্যান্ডে ৬ মাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে এক জনের মৃত্যু হয়েছে।

শনিবারের (৪ সেপ্টেম্বর) এই মৃত্যু ছয় মাসের মধ্যে প্রথম করোনায় প্রাণহানির ঘটনা।

তা সত্ত্বেও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে অকল্যান্ড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী ওই নারী মারা গেছেন। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ২৭তম। চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম করোনায় মারা যাওয়া ব্যক্তি। তিনি বাড়িতে থাকা অবস্থায়ই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

এদিকে, নিউজিল্যান্ডে ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো হচ্ছে। ছয় মাসে ৭৮২ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

শনিবার নতুন করে আরও ২০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৮৪।

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর